গেল ৩০ জানুয়ারি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন জাতীয় নারী দলের ১৮ ফুটবলার। সংকট সমাধানে ফেডারেশন বিশেষ কমিটি গঠন করে। কোচ-খেলোয়াড় দুই পক্ষের সাথে বসে দূরত্ব ঘোচানোর চেষ্টা করা হয়। এরমধ্যে বিদ্রোহীদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচও খেলে বাংলাদেশ। যেখানে হারতে হয় আফঈদাদের।
আরব আমিরাত সফর শেষে ক্যাম্পে ঈদ ছুটি ঘোষণা করে জানানো হয় ঈদের পর ফিরবেন বিদ্রোহীরা। ছুটি কাটিয়ে ফিরলেও সোমবার জিম সেশনে দেখা যায়নি বিদ্রোহীদের। তবে, মঙ্গলবার ভোরে ঠিকই অনুশীলনে ফিরলেন বিদ্রোহীরা। এতে দুই মাসেরও বেশি সময় পর নারী ফুটবলে বিদ্রোহের অবসান ঘটলো।
ধানমন্ডির আবাহনী মাঠে বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে ১৩ জনই অনুশীলন করেছেন। প্রায় দেড় ঘণ্টার ট্রেনিং সেশনটি ছিল ক্লোজ ডোর। এরমধ্যে আজই ক্যাম্পে যোগ দিবেন তহুরা খাতুন। বয়কটের ডাক দেয়া ১৮ জনের মধ্যে ৪ ফুটবলার ভুটানের লিগ খেলতে দেশের বাইরে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাদেরও ফেরার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী ২৩ জুন থেকে ৫ জুঁই পর্যন্ত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।
অধিকাংশ বিদ্রোহী ফুটবলার অনুশীলনে ফেরায় আরব আমিরাত সফরে খেলা বেশ কয়েকজন আসন্ন টুর্নামেন্টে বাদ পড়তে পারেন। তবে, পিটার বাটলারের চূড়ান্ত দলে কয়জন সুযোগ পাবেন, সেটাই দেখার অপেক্ষা।