পরিবারসহ অনিশ্চয়তায় দিন পার করছেন রোনালদো!

ফুটবল
এখন মাঠে
0

পরিবারসহ অনিশ্চয়তায় দিন পার করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি কয়েক দফা হুমকি পাবার পর নিজের নিরাপত্তার জন্য নতুন করে দেহরক্ষী নিয়োগ করেছেন রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে গেল ক'দিনে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়েছে বলে দাবি করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এরপরই নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে নতুন দেহরক্ষী নিয়োগ দেন আল নাসরের মহাতারকা। নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটলেও সাম্প্রতিক এসব ইস্যুতে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন তিনি।

নিজের আগের নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করে স্বদেশি ক্লদিও মিগুয়েল ভাজকে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন সিআরসেভেন।

এদিকে, পরিবারের নিরাপত্তার কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানদের ছবি পোস্ট করাও কমিয়েছেন জর্জিনা।

সেজু