ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
ফুটবল
এখন মাঠে
0

কিংস এরেনায় ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিয়ারে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ঘরের মাঠে শুরু থেকে বসুন্ধরা আধিপত্য বিস্তার করে খেললেও ৭৫ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এর মিনিট সাতেক পর সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে কিংস।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলের সমতায়। অতিরিক্ত সময় একাধিক পরিবর্তন আনে কিংস কোচ। চন্দন, জনি ও ইনসানকে মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে স্বাগতিকদের।

শেষ পর্যন্ত ১১৩ মিনিটে রাকিবের ক্রসে ইনসানের হেডে গোলমুখ খোলে বসুন্ধরা। রহমতগঞ্জ এই গোল শোধ করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে রাকিব-সাদউদ্দিন-ইনসানরা।

আগামী ২২ এপ্রিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী।

সেজু