হাইভোল্টেজ ম্যাচে রাতে লড়বে বার্সেলোনা-ইন্টার মিলান

ছবিতে বার্সার রাফিনিয়া এবং ইন্টারের মার্তিনেজ
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) ২য় সেমিফাইনালে রাতে বার্সেলোনার মাঠে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (বুধবার, ৩০ এপ্রিল) রাত ১টায়।

যদিও ম্যাচের আগে তৈরি হয়েছিল শঙ্কা। স্পেনে নজিরবিহীন বিদ্যৎবিভ্রাটে বন্ধ হয়ে পড়েছিল বিমান চলাচল ব্যবস্থাও। যদিও একাধিক গণমাধ্যম জানিয়েছে, বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারের পর নির্ধারিত সময়েই বার্সেলোনার বিমান ধরেছে ইন্টার মিলান।

এদিকে সবশেষ ১৫ বছর আগে জোসে মোরিনহোর আমলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে হারানোর পর ট্রেবল জিতেছিল ইন্টার মিলান।

সম্প্রতি বার্সেলোনার ভয়ংকর ফর্মের কারণে অবশ্য কঠিন হবে এবারের লড়াই। যদিও গেল দশ বছরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছোঁয়া হয়নি বার্সার, তবে চলতি মৌসুমে জয়ের সম্ভাবনা দেখছে ক্লাবটির ভক্তরা।

এসএইচ