‘২২ মের মধ্যে বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ’

জাতীয় স্টেডিয়াম
ফুটবল
এখন মাঠে
0

আগামী ২২ মের মধ্যে বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ, এমনটা জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। তবে সংস্কার কাজের শেষ পর্যায়ে বেশ কিছু অসঙ্গতি দেখা দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

গুণে গুণে ৩৮ দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এএ‌ফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ হওয়ায় সংস্থাটিকে বেশ কিছুদিন আগেই মাঠ বুঝিয়ে দিতে হবে বাফুফেকে। তবে জাতীয় স্টেডিয়ামের সংস্কার এখনও চলমান থাকায় কবে নাগাদ শেষ হবে বিশাল ব্যয়ের এই কাজ। এমন অনেক প্রশ্ন ক্রীড়াপ্রেমীর মানুষের।

যে কারণে ঢুঁ মারা স্টেডিয়ামের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের। মাঠের কাজ বাফুফের অধীনে থাকায় সেটা বাদে স্টেডিয়ামের বাকি কাজ শেষে ২২ তারিখের মধ্যে মাঠ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এনএসসি।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক আজমুল হক বলেন, ‘আমাদের বড় যে কাজ ছিল সেগুলো অধিকাংশ শেষ করেছি। বিশেষ করে বুলেট প্রুফ গ্লাস আমরা লাগিয়েছি। আমাদের যে ম্যাচ কমিউনিকেশনের যে রুমের কথা বলা ছিল, তা শেষ করেছি।’

সংস্কারকাজ শেষের দিকে থাকলেও, বেশ কয়েকটি অসঙ্গতি দেখা দেয়। চলাচলের সিঁড়িতেই চেয়ার প্রতিস্থাপন, পূর্বপাশের গ্যালারিতে ওঠার কয়েকটি ব্লকে সিঁড়ি না থাকাসহ বেশকিছু জটিলতা দেখা দেয়ায় নতুন করে শুরু করতে হয় কাজ। তবে শিগগিরই সব ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রকল্প পরিচালক। তাদের প্রত্যাশা, এএফসির সবুজ সংকেত পাবে মাঠটি।

১০ জুন মূল ম্যাচের আগে ৫ তারিখ প্রস্তুতি ম্যাচ খেলতেও বাফুফের নির্দেশনা অনুযায়ী কাজ করছে এনএসসি।

সেজু