স্টেডিয়াম না পেয়েই টিকিট বিক্রি শুরু বাফুফের

জাতীয় স্টেডিয়াম, গোলাম গাউস
ফুটবল
এখন মাঠে
1

হাতেগোণা কয়েকদিন পরই বাংলাদেশ-সিঙ্গাপুর হাইভোল্টেজ ম্যাচ। তবু এখনও জাতীয় স্টেডিয়াম বুঝে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কবে নাগাদ পাওয়া যাবে তারও নিশ্চয়তা দিতে পারেননি বাফুফে কর্তারা। তবে এরইমধ্যে ম্যাচ টিকিট বিক্রি শুরু করে দিচ্ছে ফেডারেশন।

মাঠে বসে বাংলাদেশ দলের ফুটবল ম্যাচ নিয়ে দর্শক সমর্থকদের খেলা দেখার আগ্রহ তুঙ্গে, পাঁচ ছয় মাস আগেও সেটি যেন ছিল অলীক কল্পনা। ফুটবলপাড়ার হ্যামিলনের বাঁশিওয়ালা যেন হামজা চৌধুরী, তার আগমনে দর্শকরা যেন ফুটবল নিয়েই মাতোয়ারা।

জাতীয় স্টেডিয়ামের নয়নাভিরাম সৌন্দর্য মন কেড়েছে সবার, সেই মাঠে বসে হামজা-শমিত সোমদের পায়ের জাদু দেখতে উদগ্রীব দেশের মানুষ। যদিও ম্যাচ শুরুর দিন দশেক বাকি থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝে পায়নি ফুটবলের অভিভাবকরা। কবে নাগাদ বুঝে পাবে তারা?

বাফুফে কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘এখন ফুটবল ম্যাচ খেলার জণ্য পুরোপুরি প্রস্তুত। ৪ তারিখে প্র্যাক্টিস ম্যাচ, ১০ তারিখে বাংলাধেম সিঙ্গাপুর ম্যাচ। আমরা তৈরি আছি

এরপরও আশার বাণী কয়েকদফা পেছানোর পর অবশেষে আজ (শনিবার, ২৪ মে) রাত ৮টা থেকে পাওয়া যাচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট। শতভাগ অনলাইন টিকিটিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে দেশের ফুটবল। আর তাই দর্শকদের সুবিধায় কাজ করতেই অতিরিক্ত সময় ব্যয় বলে জানালেন কম্পিটিশন কমিটি চেয়ারম্যান গোলাম গাউস।

তিনি বলেন, ‘ওয়েবসাইট ডাউন ছিল না। সফটওয়্যার আপডেট করে যেন মানুষ সহজেই এখানে ঢুকতে পারে সেজন্য পেছানো হয়েছিল। একজন অনলাইনে পাঁচটা টিকিট কাটতে পারবে। আমাদের রিকুয়েস্ট থাকবে যে বুঝে তাকে নিয়ে যেন অনলাইনে টিকিট কেটে খেলা দেখতে পারে।’

এদিকে হাইভোল্টেজ এই ম্যাচের আগে ৪ জুন ভূটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই ময়দানি লড়াই হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের। জাতীয় স্টেডিয়ামের নব অভিষেকের টিকিটের তথ্য দিলেন এই কর্তা।

গোলাম গাউস বলেন, ‘আগামীকাল রাত ৮টায় ভূটান-বাংলাদশে ফ্রেন্ডলি ম্যাচের টিকিট পাবেন।’

১ জুন প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ভূটান। এর একদিন আগে ৩০ মে শুরু হবে লাল সবুজদের ক্যাম্প।

এসএস