প্রথম দিন টিম হোটেলে যোগ দিয়েছেন প্রাথমিক দলে থাকা ২৪ জন ফুটবলার। সেখানে আছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও।
এখনো দেশে না আসায় সে তালিকায় নেই হামজা চৌধুরী ও শমিত শোম। ২ জুন হামজা ও ৪ জুন শমিত দলের সাথে যোগ দেবার কথা রয়েছে।
ম্যাচকে সামনে রেখে আজ (শনিবার, ৩১ মে) প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন ফুটবলাররা। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবেন তপু বর্মন-জামাল ভূঁইয়ারা। ম্যাচটি খেলতে শনিবার বিকেলে ঢাকায় পা রাখবে ভুটান।