ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট আফঈদারা

বাংলাদেশ-ইন্দোনেশিয়া নারীদের ম্যাচের ছবি
ফুটবল
এখন মাঠে
0

শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করেও সন্তুষ্ট বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। তিন দেশের প্রীতি ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার (১ জুন) জর্ডানের আম্মানে কিংস আবদুল্লাহ স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেন বাংলাদেশের নারীরা।

৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার চেয়ে আক্রমণ, গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পাননি আফঈদা-ঋতুপর্ণারা। যদিও পারফরম্যান্সের বিচারে লেটার মার্কসই পেয়েছেন তারা।

ম্যাচের পরদিন বিশ্রাম ও রিকভারি সেশনেই কাটিয়েছেন দলের নারী ফুটবলাররা। এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে জর্ডান সফর করছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ জুন) দ্বিতীয় প্রীতি ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান।

এসএইচ