পরবর্তীতে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসের কারণে পেটে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসার পর সুস্থ অনুভব করলে ছাড়পত্র পান এমবাপ্পে।
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের হাসপাতাল ছাড়ার বিষয়ে ক্লাব রিয়ালের পক্ষ থেকে জানানো হয় বিকেলে হাসপাতাল ছেড়েছেন রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরেছেন এমবাপ্পে।
তবে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন। এইচ গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করা রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকান দল পাচুয়া।
আগামী রোববার (২২ জুন) রাতের লড়াইয়ে রিয়ালের হয়ে দলে না থাকার সম্ভাবনাই বেশি ফরাসি তারকা ফুটবলারের।