ক্লাব বিশ্বকাপে সানডাউনের বিপক্ষে ডর্টমুন্ডের জয়

ক্লাব বিশ্বকাপে ডর্টমুন্ডের জয়
ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপে গোলবন্যার ম্যাচে ৪-৩ গোলে মামেলোডি সানডাউনকে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে জার্মান ক্লাবটি।

ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ডর্টমুন্ড ও দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনস। 

ডর্টমুন্ডের পক্ষে গোল করেছেন ফেলিক্স মেচা, সেরহউ গুইরাসি, জোব বেলিংহ্যাম। আর একটি গোল এসেছে সানডাউনসের খেলোয়াড় খুলিসো মুদাউয়ের আত্মঘাতী শটে। 

সানডাউনসের হয়ে জালে বল পাঠিয়েছেন লুকাস রিবেইরো কস্তা, ইকরাম রেইনার্স ও লেবো মোথিবা। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে উঠেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সানডাউনস।

এসএইচ