বড় অঙ্কের জরিমানার মুখে পিএসজি

ইউরোপিয়ান ক্লাব পিএসজি
ফুটবল
এখন মাঠে
0

সমর্থকদের বাঁধভাঙা উদযাপনের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের পর সমর্থকদের অসদাচরণের জন্য ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা।

জার্মানির মিউনিখে গত বছরের মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল পিএসজি।

আরও পড়ুন:

সেই ফাইনালে জয় নিশ্চিতের পরেই মাঠে নেমে পড়েন একদল সমর্থক। সেসময় আতশবাজি পোড়ানো, মাঠের টার্ফ তুলে নেয়া, সম্পদের ক্ষতি করা এবং উয়েফার প্রতি অনুপযুক্ত বার্তা দেখানোর মতো ঘটনাও ঘটেছিল।

এসব অভিযোগের প্রেক্ষিতে পিএসজিকে ১ লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বাংলাদেশের টাকার অঙ্কে যা প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

সেজু