অনূর্ধ্ব ১৭ নারী সাফে ভূটানের সঙ্গে ১-১ গোলে বাংলাদেশের ড্র

বাংলাদেশ বনাম ভূটান
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব ১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভূটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এ ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন হওয়ার পথ আরও কঠিন হলো বাংলাদেশের মেয়েদের জন্য।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাঘিনীরা। যার ফল পেয়ে যায় ম্যাচের ছয় মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন পূর্ণিমা মার্মা। বাংলাদেশ লিড নেয় ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ছোরটেন ঝাংমোর গোলে সমতায় ফেরে ভূটান।

আরও পড়ুন:

বিরতির পর উভয় দলই তাদের আক্রমণের ধার বাড়ায়। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাচ্ছিলো না কোনো দলই। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করেছ বাংলাদেশ।

এসএস