বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদি হাসান মিরাজ

অন্য সব খেলা
এখন মাঠে
0

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গেল বছর টেস্টে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখান মিরাজ। বিশেষ করে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দুই ম্যাচেই দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরে খেলেন ৭৭ ও ৭৮ রানের দু'টি ইনিংস। একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জেতান ম্যাচ।

সবমিলিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদের এই প্রেস্টিজিয়াস পুরস্কার ওঠে মিরাজের হাতে। রানার আপ হয়েছেন আর্চার সাগর ইসলাম। এদিকে গেল বছর সাফ জেতানো ঋতুপর্ণা চাকমা হয়েছেন দ্বিতীয় রানার আপ।

এছাড়া সেরা উঠতি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বিভিন্ন ফেডারেশনের শীর্ষ কর্তা ও খেলোয়াড়রা।

সেজু