ম্যাচের প্রথম থেকেই দাপট দেখান সদ্যই ১০০তম পেশাদার খেতাব পাওয়া জকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকার বিপক্ষে তেমন প্রতিদ্বন্দিতাই গড়তে পারেননি ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।
গত অলিম্পিকে এই কোর্টেই স্বর্ণ জিতেছিলেন নোভাক। প্রবল বাতাস ও বৃষ্টির বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি তিনবার ফ্রেঞ্চ ওপেন জয়ী এই টেনিস তারকার জয়ের পথে।
সহজ জয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। কয়েক সপ্তাহ আগে কোচ অ্যান্ডি মারের সঙ্গে বিচ্ছেদের পর দারুণ জয় পেলেন তিনি।