
কতদিন বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা?
২০২৪-২৫ করবর্ষের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে। বর্তমান আইন অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে মাঠ পর্যায়ে রিটার্ন জমার ধীরগতি এবং করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা (Income Tax Return Filing Deadline) আরও ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বাড়ানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) সূত্রে জানা গেছে, প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেবল সময়ের ব্যাপার।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, সহজে জমা দেয়ার নিয়ম
প্রতি বছরই দেশের লাখ লাখ করদাতার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আয়কর রিটার্ন দাখিল (Income Tax Return Filing) করা। প্রথাগতভাবে কর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর সেই ঝক্কি-ঝামেলা এখন অতীত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর - NBR) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রিটার্ন দাখিল প্রক্রিয়াকে করে তুলেছে অত্যন্ত সহজ, দ্রুত ও ত্রুটিমুক্ত।

অনলাইনে ১০ লাখের বেশি করদাতার আয়কর রিটার্ন দাখিল
করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন এর সংখ্যা ১৬ লাখ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।