আপিল কোর্টের রায়েও দমেননি ট্রাম্প, অধিকাংশ দেশের পণ্যে শুল্ক বহাল
আপিল কোর্টের রায়ে ধাক্কা খেলেও অধিকাংশ দেশের পণ্যে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কনীতি বহাল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কংগ্রেসকে বাদ দিয়ে নির্বাহী ক্ষমতাবলে ট্রাম্প সম্পূরক শুল্ক আরোপ করলেও প্রচলিত আইনের অন্তত ২টি ধারা মার্কিন প্রেসিডেন্টের এ স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায় ট্রাম্পের বিরুদ্ধে গেলেও অপরিবর্তিত থাকবে বিদেশ থেকে আমদানিকৃত স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে ব্যবহৃত যন্ত্রাংশে আরোপিত শুল্ক।