গেল জানুয়ারি ছিল ইতিহাসের সবচেয়ে গরম
বছরের শুরুতেই ভাঙ্গলো তাপমাত্রার রেকর্ড। ইতিহাসের সবচেয়ে গরম জানুয়ারির রেকর্ড গড়লো গেল মাস। ইউরোপিয়ান কপার্নিকাস ক্লাইমেট সার্ভিসের প্রতিবেদন বলছে, শীতল আবহাওয়া চক্র লা নিনা শুরু হওয়ায় বিশ্বের তাপমাত্রা কিছুটা স্থিতিশীল ছিল।