উখিয়ায়-রোহিঙ্গা
করিডোর নিয়ে কারো সঙ্গেই চুক্তি হয়নি: ড. খলিলুর রহমান

করিডোর নিয়ে কারো সঙ্গেই চুক্তি হয়নি: ড. খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান জানিয়েছেন, মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গেই কোনো চুক্তি হয়নি। আজ (রোববার, ৪ মে) রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন : আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

‘মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই’

‘মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা নেই। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সবমিলিয়ে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে।