দাম ভালো পাওয়ায় তামাক চাষিরাও ঝুঁকছেন তুলা চাষে
দেশে গেল মৌসুমে ২ লাখ বেল তুলা উৎপাদন হয়েছে। তুলা থেকে তৈরি সুতা ছাড়াও উপজাত পণ্য ভোজ্য তেল, মাছ ও গবাদিপশুর খাবার খৈল হিসেবে ১২ কোটি ডলার আমদানি মূল্য সাশ্রয় হয়েছে। এদিকে দাম ভালো পাওয়ায় অনেক তামাক চাষিরাও ঝুঁকছেন তুলা চাষে। যদিও তুলার ফলন পেতে সময় লাগছে ৭ মাসের বেশি। তাই উন্নত জাত উদ্ভাবনের দাবি কৃষকদের।