কোটি টাকা খরচেও মশা নিয়ন্ত্রণে ভরাডুবি; তবুও সিটি কর্তৃপক্ষের ‘খোঁড়া যুক্তি’
প্রবাদ বাক্যের মতো ‘মশা মারতে কামান ব্যবহার’ না হলেও কোটি টাকা ব্যয় করে নানা উদ্যোগ—২০২১ সালে ড্রোনে মশার উৎস অনুসন্ধান, জলাশয়ে ব্যাঙ-হাঁস-গাপ্পি মাছ ছাড়া কিংবা প্রচলিত পদ্ধতিতে মশা নিধনের চেষ্টা—কিছুতেই কাজ হয়নি। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতার দায় এখন ‘চাপানো হচ্ছে’ কখনো নগরায়ণের ওপর, আবার কখনো নাগরিকদের অসচেতনতায়।