কম পুঁজিতে বেশি লাভ: ঝালকাঠিতে কৃষকদের আগ্রহ বাড়ছে কুল চাষে
ঝালকাঠির মাঠে এখন কুলের সমারোহ। এক সময় পারিবারিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এই ফল বাণিজ্যিকভাবে চাষ করছেন জেলার অনেক কৃষক। অল্প পুঁজি, কম ঝুঁকি এবং ভালো লাভের সম্ভাবনায় কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগ বলছে, এই খাতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।