কেন্দ্রবিন্দু

দেড় দশকে সব ষড়যন্ত্র আর নীলনকশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গণভবন
গেল দেড় দশকে সব ষড়যন্ত্র আর নীলনকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকারপ্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশিয়-আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে আসছে সে তথ্য। বলা হচ্ছে, এ গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ তখন এ গণভবন থেকে ভারতে পালিয়ে যান।

বিশ্বে শান্তির দূত হয়ে উঠছে সৌদি আরব!
বিশ্বে শান্তির দূত হয়ে উঠছে সৌদি আরব। হামাস-ইসরাইল যুদ্ধবিরতির পর এবার রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তিতেও মধ্যস্থতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি। কঠিন এই সংকট সমাধানে ঠিক কী কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডি-ফ্যাক্টো নেতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর ভরসা করছেন?