সিরির উন্নয়নে অ্যাপল ও গুগলের দীর্ঘমেয়াদি চুক্তি
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগল দীর্ঘমেয়াদি একটি কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছে। নতুন এ চুক্তির আওতায় ২০২৬ সাল থেকে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিতে গুগলের জেমিনি এআই মডেলটি ব্যবহার করা হবে। এতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত ও পারসোনালাইজড হবে বলে জানিয়েছে অ্যাপল। প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।