কাতারে ৩০ বছরেও খবুজ রুটির দাম বাড়েনি
ভর্তুকি দিয়ে টানা তিন দশক ধরে একই দামে খবুজ বা রুটি বিক্রি করছে কাতার সরকার। ১০টি রুটি মিলছে এক কাতারি রিয়াল বা বাংলাদেশি ৩৩ টাকায়। মূল্যস্ফীতির বাজারে, কাতার সরকার মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।