তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবরোধ-গণঅনশন
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করাসহ ৭ দফা দাবিতে কলেজের সামনের রাস্তা অবরোধ ও গণঅনশন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এসময় আমতলী থেকে গুলশান-১ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।