জুলাই আন্দোলনে রেমিট্যান্স শাটডাউন এনে দেয় নতুন মাত্রা
চব্বিশের রক্তাক্ত জুলাই, দেশে তখন তীব্র গণজাগরণ। ছাত্রজনতার রক্তে রঞ্জিত রাজপথ। সেসময় দূরে থেকেও থেমে থাকেননি বাংলাদেশি প্রবাসীরা। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা একজোট হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে এনে দেন নতুন মাত্রা। রেমিট্যান্স পাঠানো বন্ধ করাসহ নানা কার্যক্রম স্বৈরাচারী শাসককে আরো দুর্বল করে ফেলে। মালয়েশিয়ার লাখো প্রবাসী কণ্ঠ মেলান দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।