
ব্যাংককে কত টাকা থাকলে কাটবে আবগারি শুল্ক? জানুন নতুন নিয়ম
বছরের শেষ সময় ঘনিয়ে আসায় ব্যাংক গ্রাহকদের মনে একটিই প্রশ্ন—ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা আবগারি শুল্ক (Excise Duty) হিসেবে কাটা হবে? অনেকে ডিসেম্বর মাসের শেষ দিকে ফোনে টাকা কেটে নেওয়ার খুদে বার্তা (SMS) পেয়ে বিভ্রান্ত হন। তবে চলতি অর্থবছরের বাজেটে এই শুল্কের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর।

পেনশন স্কিমে সরকারের প্রত্যাশা থাকলেও আগ্রহ কম নিম্নআয়ের মানুষের
সর্বজনীন পেনশন স্কিমে গেল ১০ মাসে ২ লাখ ৬৯ হাজার গ্রাহক হিসাব খুলেছেন। এর বিপরীতে জমা হয়েছে ৭৯ কোটি ৯৮ লাখ টাকা, যা প্রত্যাশার চেয়ে কম। এই স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। আস্থা অর্জনের পাশাপাশি বৈষম্য দূর করা গেলে সর্বজনীন পেনশন স্কিমের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, সবার কাছে নতুন এই ধারণার গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে তারা।