
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করলো পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ (মঙ্গলবার, ২৪ জুন) রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হয়। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে ওয়ালটন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পেল ওয়ালটন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে লিড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা এখন ২১৮
লিড গ্রিন ফ্যাক্টরির তালিকায় যুক্ত হলো আরও ১টি পোশাক কারখানা। রাজধানীর উত্তরখানের কেসি জ্যাকেট পরিধান কোম্পানি নামের কারখানাটি নতুন করে গ্রিন ফ্যাক্টরির তালিকায় যুক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত মোট সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২১৮টি।

দেশের ২৯টি কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার
পরিবেশবান্ধব পুরস্কার পেলো দেশের ১২ খাতের ২৯টি কারখানা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০ এর আওতায় দেয়া হয় এ পুরস্কার। যেখানে তৈরি পোশাক কারখানা পেয়েছে ১৪টি পুরস্কার। নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের সুস্থতা নিশ্চিত করলে দেশে বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন এই খাত সংশ্লিষ্টরা।