বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা
বিক্রি হচ্ছে চাপিলা নামে
বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা। নগরীর অলি-গলি আর গ্রাম-গঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে 'চাপিলা' নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসে চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।