
পলিনেট হাউজে সবজি চারা উৎপাদনে লাভবান নওগাঁর কৃষকেরা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অসময়ে কীটনাশকমুক্ত সবজির চাষাবাদে লাভবান হতে এ পলিনেট হাউজে আগ্রহ বাড়ছে কৃষকদের। সারা বছর নিরাপদে চাষাবাদ করতে পেরে হাসি ফুটেছে চাষীদের মুখে।

নওগাঁর নার্সারিতে বছরে প্রায় ৪ কোটি টাকার চারা বিক্রি
গাছের চারা উৎপাদনকে কেন্দ্র করে নওগাঁর মান্দায় পরিচিত পেয়েছে নার্সারি গ্রাম বড়পই। এ গ্রামে ২০০ বিঘা জমিতে গড়ে ওঠা নার্সারিতে বছরে প্রায় ৪ কোটি টাকার চারা বিক্রি হয়। তবে নার্সারি ব্যবসায় রয়েছে নানা প্রতিবন্ধকতাও। সহজ শর্তে স্বল্প সুদে ঋণ পেলে বিস্তার লাভ করবে এ খাত।

বগুড়ায় বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রায় ৩ শতাধিক চারার তৈরির নার্সারি গড়ে উঠেছে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটোসহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি হচ্ছে এখান থেকে। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণসহ তদারকির করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।