চীনা-স্টার্টআপ
চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা চ্যাটবট ডিপসিক

চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা চ্যাটবট ডিপসিক

বাজারে এসেই চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা স্টার্টআপ চ্যাটবট ডিপসিক। এর আধিপত্যে হুমকির মুখে বাজারের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো। একদিনে রেকর্ড প্রায় ৬০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের জন্য ডিপসিককে হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপসিকের সাফল্যে বিনিয়োগ নীতিই পাল্টে ফেলতে পারে মার্কিন প্রযুক্তি খাত, বলছেন বিশ্লেষকরা। এসবের মধ্যেই সাইবার হামলার কবলে পড়েছে ডিপসিক।