চিলিতে জমির খরা প্রতিরোধে মানুষের চুল; বেড়েছে উৎপাদন
জমির খরা প্রতিরোধের মূল হাতিয়ার হয়ে উঠেছে মানুষের চুল। চিলির বিভিন্ন বাগানে সারের পরিবর্তে মানুষ ও পোষা প্রাণীর চুল ব্যবহার করা হচ্ছে। এতে মাটির উর্বরতার সঙ্গে কৃষি উৎপাদন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, ফসলে আর্দ্রতা ধরে রাখতে মানুষের চুল দারুণ কাজ করছে।