ঘরের মাঠে সেল্টিকের ৩২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিল বায়ার্ন মিউনিখ। সেল্টিক পার্কে বুধবার রাতে ২-১ গোলে জিতেছে বাভারিয়ানরা। প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি সেল্টিক।