বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন, টিকিটের দামে অখুশি দর্শকরা
বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকিট ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও টিকিটের দাম নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে অসন্তোষ। শনিবারের (১৭ মে) মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্রকাশিত হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের হোম জার্সি। যেটা গায়ে জড়িয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে হামজা চৌধুরী, শমিত সোমরা।