নবীনগরের জালশুকার মোল্লাবাড়ি: শত বছরের কাচারি বাংলোর গল্প
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জালশুকা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। শহরের খুব কাছে হলেও, এ গ্রাম যেন তার নিজস্ব শান্ত আর ছায়াঘেরা পরিবেশে আজও স্বকীয়তা ধরে রেখেছে। গ্রামটির এ মোল্লাবাড়িতে প্রবেশ করলেই চোখে পড়ে শত বছরের পুরনো একটি কাচারি বা বাংলো ঘর, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।