নারী ফুটবলারদের জন্য নতুন ট্রেইনার; জিমনেশিয়ামে আধুনিক সরঞ্জাম
জর্ডানে ত্রিদেশীয় সিরিজের আগে আফঈদা, তহুরাদের জন্য নারী ট্রেইনার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নারীদের ফিটনেস আগের থেকে আরও অনেক বেশি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেইনার সুমাইয়া চৌধুরী। এদিকে বাফুফের জিমনেশিয়ামে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জাম।