রাজপথে জীবন দিয়েও হাসানের নাম নেই জুলাই যোদ্ধার তালিকায়
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছিলেন ভোলার হাসান। দেশের গণতন্ত্রের লাল সূর্যকে বাঁচাতে আর বৈষম্যদূর করতে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে। কিন্তু শহিদ হয়েও তার নাম নেই সরকারি তালিকায়। এদিকে জেলায় জুলাই যোদ্ধার তালিকায় থাকা বেশকিছু নাম নিয়ে আছে প্রশ্ন।