আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ শুরু হয়েছে। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বানৌজা হাজী মহসীনের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা পাঁচ দিনব্যাপী চলবে। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।