পচাগলা মরদেহ পরিষ্কারই তার পেশা; উপার্জন করেছেন বিপুল অর্থ
হত্যা-আত্মহত্যার মতো ঘটনায় পচে যাওয়া মরদেহ অথবা রক্তের ছোপ নিজ হাতে পরিষ্কার করাই তার কাজ। বিগত ২৫ বছর ধরে এ কাজটি করে ডেঞ্জারাস ক্লিনার হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ নাগরিক বেন জেইলস্। এ কাজে তিনি কাড়ি কাড়ি অর্থও উপার্জন করেছেন।