দলীয়-প্রতীক

স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত
স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

‘আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না’
আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।