যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দখলে থাকবে গাজা উপত্যকা। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটা লম্বা সময় গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া, ফিলিস্তিনিদের গাজার বাইরে স্থানান্তরের পরামর্শও দিয়েছেন। এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে বদলে যাবে গাজার ইতিহাস।