কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বর্ষার উচ্ছলতা আর গ্রামীণ ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়ে মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদী যেন প্রাণ ফিরে পেল। আজ (শনিবার, ২৩ আগস্ট,) জেলা প্রশাসনের আয়োজনে নদীজুড়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীর দুই তীরে হাজারো মানুষের ভিড়, মাঝিদের বৈঠার ছন্দ আর দর্শকদের করতালিতে চারপাশ মুখরিত হয়ে উঠেছিল এক প্রাণচঞ্চল উৎসবমুখর আবহে।