আফ্রিকান সাহিত্যের কিংবদন্তি গুঁগি ওয়া থিওং’ও প্রয়াত
আফ্রিকান সাহিত্যের কিংবদন্তি কেনীয় লেখক গুঁগি ওয়া থিওং’ও ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন আদিবাসী আফ্রিকান ভাষায় সাহিত্যচর্চা করা বিরল লেখকদের একজন। গুঁগি কেনিয়ার স্বৈরশাসক ড্যানিয়েল আরাপ মোই-এর শাসনামলে সেন্সরশিপ, কারাবরণ ও নির্বাসনের শিকার হন।