আমিরাতে নার্সারি শিল্পে ১০ হাজার বাংলাদেশি; বেড়েছে রপ্তানি সম্ভাবনা
আরব আমিরাতের আবুধাবি শহর থেকে খানিকটা দূরে নিরিবিলি গ্রামীণ জনপদ আল বাহিয়া। যেখানে বাগান ও নার্সারি শিল্পের সঙ্গে জড়িত প্রায় ১০-১২ হাজার বাংলাদেশি। এখানে বিনিয়োগও আছে বহু প্রবাসী বাংলাদেশির। উৎপাদনের পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা মেটাতে ব্যয়বহুল চারাগাছ আসে বিভিন্ন দেশ থেকে। যে কারণে এই খাতেও বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা দেখছেন প্রবাসীরা।