হাতের চাপেই ভেঙে যাচ্ছে সড়কের ব্লক, মেয়াদ শেষ হলেও কাজ চলছে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ব্লক, ইটের খোয়ার ব্যবহার আর সড়কের দুইপাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ২৫ শতাংশ। এদিকে, সড়ক তদারকির গাফিলতির কারণে ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে বদলি করা হয়েছে।