ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৩২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ক্রিম জব্দ
ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ক্রিম জব্দ করেছে র্যাব-৭। গতকাল (মঙ্গলবার, ২৮ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজার মূল্য অন্তত ৩২ লাখ টাকা বলে জানানো হয়।