রাজধানীর বায়ুদূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার
রাজধানীর বায়ুদূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (বুধবার, ২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে ঢাকায় বিশ্বব্যাংকের নির্মল বায়ু ম্যুরাল চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।