রাজধানীর বায়ুদূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

সৈয়দা রিজওয়ানা হাসান
দেশে এখন
0

রাজধানীর বায়ুদূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (বুধবার, ২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে ঢাকায় বিশ্বব্যাংকের নির্মল বায়ু ম্যুরাল চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

দেয়ালে দেয়ালে ঢাকা যেন সহজে দম নিতে পারে তার আকুতি, ধোয়া দূর করে ঢাকাকে বাঁচানোর নানা বার্তা।

রঙতুলিতে দূষিত এই শহরের নানা দিক তুলে ধরেছে ঢাকার খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এই দেয়ালচিত্রে তুলে ধরেছে ঢাকার বায়ুদূষণের চিত্র। দূষণরোধে সচেতনতা বাড়াতেই সাতদিনব্যাপী এই অনুষ্ঠান।

শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের কনসেপ্ট ছিল বায়ুদূষণ প্রতিরোধ। যেন আমরা বায়ুদূষণটা কম করি, যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলি।’

ঢাকায় বিশ্বব্যাংকের নির্মল বায়ু ম্যুরাল চিত্রকর্মের এই উদ্যোগ দেখতে ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তাদের সাথে নিয়ে সকালে বায়ুদূষণ রোধ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এসময় ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, এমন উদ্যোগ আগামীর প্রজন্মকে পরিবেশ সচেতন করবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বাংলাদেশের তরুণ প্রজন্মই বাংলাদেশের আশার একমাত্র আশা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে তারা আমাদের তুরাগ নদী পুনরুদ্ধারে অনতিবিলম্বে কাজ শুরু করে দিতে চায়। এটা তো একেবারে নতুন, এই কথা কোনোদিন কোনো সরকারকে তারা বলেনি যে, একটা প্রকল্পের মাধ্যমে তোমরা কাজ শুরু করো, আমরা তোমাদের সহায়তা করবো। এই যে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে আসলো, এটা তো অন্যমাত্রার কমিটমেন্ট। তারপর একটা চলমান প্রকল্পে তারা বলছে আমরা তোমাদের টাকা আরেকটু বাড়িয়ে দিবো, উপকূলে তোমাদের যে বাঁধগুলো ভঙ্গুর সেগুলো তোমরা মেরামত করে ফেলতে পারবে।’

পরে দেয়ালচিত্র কাজে অংশ নেয়া প্রায় ৩০ জন শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

এসএস