সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান
পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলাবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র জাফলংয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।