ভালোবাসা দিবসে গ্রাহকদের হাতে পছন্দের ফুল তুলে দিতে ব্যস্ত প্যারিস
কয়েক ঘণ্টা পরেই ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়ে মাতবেন বিশ্ববাসী। তাইতো ভ্যালেন্টাইন ডেতে গ্রাহকদের হাতে পছন্দের ফুলটি তুলে দিতে দোকানে দোকানে চলছে শেষ সময়ের ব্যস্ততা। ফ্রান্সের প্যারিসে প্রেম নিবেদন ছাড়াও ফুল ব্যবহার হচ্ছে ভোজ্য উপাদান হিসেবে। ভালোবাসা উদযাপনের দিনটিতে পানীয়র গ্লাস সাজাতেও প্যারিসে ব্যবহার হচ্ছে ফুল।